বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে পাইকারি মাছের আড়তে এ অভিযান শেষে তথ্যটি জানান প্রতিষ্ঠানটির ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
তিনি বলেন, ইলিশের দাম নাগালের বাইরে, যা দিন দিন সাধারণের ক্রয় ক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে। তাই বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে ছাড়াও বেশ কয়েকটি বাজারে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এতে কারওয়ান বাজারের ৫ ব্যবসায়ীকে মোট ৪২ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান আব্দুল জব্বার।
বাজারে ইলিশের দাম নাগালে রাখতে ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা। তিনি বলেন, ব্যবসায়ীদের যৌক্তিক লাভ করতে হবে৷ মাছ ক্রয়-বিক্রিতে অবশ্যই পাকা রশিদ রাখতে হবে।