মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ তৈয়্যব

মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ তৈয়্যব
প্রকাশিত

আমদানি শুল্ক কমায় বাজারে মোবাইলের দাম অবশ্যই কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক) ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, শুল্ক কমানোর ইতিবাচক প্রভাব মোবাইল ফোনের দামে পড়বে। কমদামে হ্যান্ডসেট বিক্রি মনিটরিং করবে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এসময় মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, তাদের দাবি মেনে আমদানি শুল্ক ১০ শতাংশে নামিয়েছে সরকার। সব দাবি মেনে নেয়ার পরও মোবাইল ব্যবসায়ীদের চলমান আন্দোলনক দুর্ভাগ্যজনক।

ব্যবসায়ীদের কাছে থাকা মুঠোফোনগুলোকে বৈধ করা হয়েছে, আগামী তিন মাস কোনো মুঠোফোন ব্লক হবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

এর আগে মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হ্যান্ডসেট আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে সরকার। এনবিআরের হিসাবে, শুল্ক কমানোর ফলে ৩০ হাজার টাকার বেশি দামের আমদানি হওয়া প্রতিটি মোবাইলের দাম সাড়ে ৫ হাজার টাকা কমবে। আর দেশে সংযোজিত ৩০ হাজার টাকা কম দামের প্রতিটি হ্যান্ডসেটের মূল্য কমতে পারে দেড় হাজার টাকা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com