গার্মেন্টস ছাড়া অন্য কোনো খাত মার্কিন শুল্ক ছাড়ের সুবিধা নিতে পারেনি: বাণিজ্য উপদেষ্টা

গার্মেন্টস ছাড়া অন্য কোনো খাত মার্কিন শুল্ক ছাড়ের সুবিধা নিতে পারেনি: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত

উদ্যোগ নিতে অনিচ্ছা ও বিনিয়োগে বাধার কারণে গার্মেন্টস শিল্প ছাড়া অন্য কোনো খাত মার্কিন শুল্ক ছাড়ের সুবিধা নিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

রোববার (২১ সেপ্টেম্বর) অটোমোবাইল ও হালকা শিল্প খাতের উদ্যোক্তাদের নিয়ে বিসিআই আয়োজিত মেলার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, পণ্যের বহুমুখীকরণে সংখ্যা না বাড়িয়ে বরং সুনির্দিষ্ট পণ্যের সক্ষমতা বাড়াতে পরিকল্পনা দরকার।

এসময় হালকা প্রকৌশল ও অটোমোবাইল শিল্পে ব্যাংক ঋণের প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানান উদ্যোক্তারা।

আলোচকরা বলেন, ক্যাপিটেল মেশিনারিজের আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদনে জোর দিতে হবে। প্রবাসী আয় ও পোশাক শিল্পের বাইরে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ক্ষেত্র তৈরিরও তাগিদ উঠে আসে আলোচনায়।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com