ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান
প্রকাশিত

আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) 'আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, রিটার্ন দাখিল ব্যবস্থাকে স্বচ্ছ ও সহজ করতে আগামী বছর থেকে করদাতাদের ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে। এতে করদাতাদের তথ্য সুরক্ষিত থাকবে।

এছাড়া সামনে অ্যাপের মাধ্যমে রিটার্ন দাখিল নিয়ে কাজ চলছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, আগামী বছর রিটার্ন দাখিলের জন্য তৈরি করা হবে অ্যাপস।

রাজস্ব আয়ে তথ্যের কারচুপি বড় বাধা উল্লেখ করে তিনি আরও বলেন, আয়কর ও ভ্যাট আদায় পুরোপুরি অনলাইনে হলে আদায় ও অডিট প্রক্রিয়া দুটোই সহজ ও স্বচ্ছ হবে। অনলাইনে রিটার্ন জমা দেয়া হলে সরকারের আয় বাড়বে।

মো. আব্দুর রহমান খান বলেন, চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে ২৬ লাখের মতো। প্রতিদিন রিটার্ন দিচ্ছেন ৫০ হাজারের মতো করদাতা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com