১৭৩ কোটি টাকায় ১৫ হাজার টন চিনি কিনবে সরকার

১৭৩ কোটি টাকায় ১৫ হাজার টন চিনি কিনবে সরকার
প্রকাশিত

১৫ হাজার মেট্রিক টন আখের সাদা চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৭৩ কোটি টাকা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৫ হাজার টন আখের সাদা চিনি কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) থেকে কেনা হবে এসব চিনি। এতে ব্যয় হবে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ১১৫ টাকা ৫৮ পয়সা।

বৈঠকে চিনি ছাড়াও কয়েক ধরনের সার কেনার অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com