নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে ঝুঁকি রয়েছে: আইএমএফ

নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে ঝুঁকি রয়েছে: আইএমএফ
প্রকাশিত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বর্তমানে বেশি জরুরি হয়ে পড়েছে। তবে নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে ঝুঁকি রয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বাংলাদেশের ঋণের ৩য় ও ৪র্থ কিস্তি ছাড় নিয়ে আলাদা প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কঠিন ও চ্যালেঞ্জিং পরিবেশেও অর্থনৈতিক সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে। এছাড়া, বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু ও রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানায় আইএমএফ।

সংস্থটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিগেল ক্লার্ক বলেছেন, সরকারি অর্থ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি ব্যয়ের দক্ষতাও বাড়াতে হবে। তাহলেই নতুন বাজেট বাস্তবায়ন সহজ হবে। এ সময় দ্রুত আইন কার্যকর করে ধারাবাহিকভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আইএমএফ জানায়, উচ্চ মধ্যম আয়ের দেশ হতে চাইলে বাংলাদেশে টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। পাশাপাশি রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। এজন্য সঠিক, নির্ভরযোগ্য তথ্য ও পরিসংখ্যান যোগান দিতে হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com