আইন প্রয়োগে দুর্বলতা বড় চ্যালেঞ্জ, শক্তিশালী হচ্ছে গোয়েন্দা ইউনিট: এনবিআর চেয়ারম্যান

আইন প্রয়োগে দুর্বলতা বড় চ্যালেঞ্জ, শক্তিশালী হচ্ছে গোয়েন্দা ইউনিট: এনবিআর চেয়ারম্যান
প্রকাশিত

আইন থাকলেই হবে না, প্রয়োগ করতে না পারলে সেটির কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘এই জায়গায় আমাদের বড় দুর্বলতা আছে। গোয়েন্দা ইউনিটগুলোর শক্তিমত্তা বাড়ানো হচ্ছে।’

সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, ‘আইন করে কিছুই হবে না। যদি আইন প্রয়োগ করতে না পারি। এই জায়গায় আমাদের বড় দুর্বলতা আছে। তাই আমরা এখন অটোমেশনের দিকে যাচ্ছি।’

কর ফাঁকি শনাক্ত ও অর্থ আদায়ে এনবিআরের গোয়েন্দা ইউনিটগুলো সক্রিয়ভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘এসব ইউনিটের শক্তিমত্তা বাড়ানো হচ্ছে।’

তামাকজাত পণ্যে কর বাড়ানো হলেও রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দেশে বিভিন্নভাবে অবৈধ সিগারেট প্রবেশ করছে। বিষয়টি নিয়েও কাজ চলছে। এ বিষয়ে সাংবাদিকদেরও তথ্য দিতে অনুরোধ করছি।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com