বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে রেকর্ড, রুপার দামও সর্বকালের শীর্ষে

বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে রেকর্ড, রুপার দামও সর্বকালের শীর্ষে
প্রকাশিত

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দর। মার্কিন-চীন বাণিজ্য সংকটের মধ্যে রেকর্ড পরিমাণে বেড়েছে মূল্যবান ধাতব বস্তুটির দাম। একইসঙ্গে রুপার দামও পৌঁছেছে সর্বকালের শীর্ষে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টা নাগাদ স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৭ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে। যা চলতি সেশনের শুরুতে সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭৮ দশমিক ৫ ডলারে পৌঁছেছিল।

পাশাপাশি ফিউচার মার্কেটেও ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে স্বর্ণের দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৩ দশমিক ৫০ ডলারে।

এদিকে একই কারণে স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে রুপার দামও সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্ববাজারে স্পট সিলভার ২ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৫১ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশেও গত ৮ অক্টোবর স্বর্ণ ও রূপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরি প্রতি স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা এবং রুপার দাম ভরিতে ৩২৭ টাকা বাড়ানো হয়।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।

অন্যদিকে সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পড়বে ৪ হাজার ৯৮১ টাকা। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৫৬ টাকা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com