বাড়ল ভোজ্যতেলের দাম

বাড়ল ভোজ্যতেলের দাম

ভোজ্যতেলের ফাইল ছবি

প্রকাশিত

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা ও খোলা সয়াবিনের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও বাজারে ৫ লিটারের প্রতি বোতল সয়াবিন তেলের দাম পড়বে ৯৪৫ টাকা। আর প্রতি লিটার খোলা পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। আগামীকাল রোববার (১৪ অক্টোবর) থেকেই নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ১২ আগস্ট খোলা পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা পুননির্ধারণ করা হয়েছিল। তারও আগে গত ১৫ এপ্রিল বাড়ানো হয়েছিল ভোজ্যতেলের দাম। ওই সময় বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা এবং ৫ লিটারের প্রতি বোতল সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ৯২২ টাকা। অন্যদিকে প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ১৬৯ টাকা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com