বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে

বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে
প্রকাশিত

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (সিইপিএ) চূড়ান্ত করতে সম্মত হয়েছে দুই দেশ।

এই চুক্তিকে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রাক্কালে নতুন বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতার পথ উন্মুক্তকারী একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিউলে এক বৈঠকে মিলিত হন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু।

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘দক্ষিণ কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের আস্থাভাজন উন্নয়ন সহযোগী। আমরা চাই সিইপিএ দ্রুত চূড়ান্ত হোক। এই চুক্তি কার্যকর হলে ইলেকট্রনিকস, মবিলিটি, নবায়নযোগ্য জ্বালানি, টেক্সটাইল ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে কোরিয়ান বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।’

তিনি আরও জানান, কোরিয়ান বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি আলোচনার ভিত্তিতে শুল্ক, রেমিট্যান্স ও কর সংক্রান্ত যেসব জটিলতা তারা উল্লেখ করেছেন, তা সহজ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে কাজ শুরু করেছে বিডা। এ লক্ষ্যে বিডার ৩২ দফা ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিফর্ম এজেন্ডা’ বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়েছে, যা প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এগিয়ে চলছে।

মতবিনিময়কালে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। আধুনিক উৎপাদন ও সেবা খাতে বাংলাদেশের অগ্রগতি সত্যিই প্রশংসনীয়। আমরা এই উন্নয়নযাত্রার অংশীদার হতে আগ্রহী।’

মন্ত্রী ইয়ো আরও জানান, তিনি অতীতে বিশ্বব্যাংকের কর্মকর্তা হিসেবে একাধিকবার বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশের অগ্রগতি সবসময় কাছ থেকে দেখেছেন।

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এ সময় দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আমরা চাই কোরিয়ান ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে এসে সরেজমিন দেখুক কীভাবে অবকাঠামো, ডিজিটাল সেবা ও ব্যবসা সংস্কারে আমরা বাস্তব পরিবর্তন এনেছি।’

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের পরিমাণ প্রায় ১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। দেশে ১৫০টিরও বেশি কোরিয়ান কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী দেশ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে কোরিয়ার বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ৪৯ বিলিয়ন মার্কিন ডলার।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলটি আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবে। সফরকালে তারা সিউলে আয়োজিত ‘Gateway to Growth: Invest in Bangladesh’ শীর্ষক বিনিয়োগ সেমিনারে অংশ নেন এবং কোরিয়ার শীর্ষ শিল্পগোষ্ঠীর সঙ্গে একাধিক সরকারি-বেসরকারি (জি-টু-বি) বৈঠকও সম্পন্ন করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com