প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রকাশিত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাই নিজ-নিজ ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি গতকাল (শনিবার) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপদেষ্টা বলেন, যারা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত, তারা যদি নিজ-নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে আমাদের শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি শিক্ষকরা আরো সৃজনশীলতার সঙ্গে পাঠদান করলে শিশুরা পড়াশোনার প্রতি আগ্রহী হবে। উপদেষ্টা এসময় প্রাথমিক বিদ্যালয় সম্পৃক্ত চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com