শিক্ষকদের জন্য বাড়িভাড়া ন্যূনতম ২০০০ টাকা করার সুপারিশ দিয়েছি: শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের জন্য বাড়িভাড়া ন্যূনতম ২০০০ টাকা করার সুপারিশ দিয়েছি: শিক্ষা উপদেষ্টা
প্রকাশিত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ৫ শতাংশ কিংবা ন্যূনতম ২ হাজার টাকা করতে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার (সি আর আবরার)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষকরা ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়ার দাবি তুলেছেন। তবে সরকার সামর্থ্য অনুসারে ৫ শতাংশ এবং ন্যূনতম ২০০০ টাকা সুপারিশ করছে এখন।’

নতুন বেতন কমিশনের সুপারিশে সরকার আগামী বছর শিক্ষকদের আরও সম্মানজনক কাঠামো দিতে সচেষ্ট হবে বলেও জানান সি আর আবরার।

সংবাদ সম্মেলনের পর বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন শিক্ষা উপদেষ্টা।

টানা পঞ্চম দিনের মতো আন্দোলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তারা। একই সঙ্গে সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতিও।

ভাতা বৃদ্ধির দাবি আদায় না হওয়া পর্যন্ত এক দফাসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। তারা বলেন, প্রজ্ঞাপন না দিলে জাতীয়করণের এক দফাসহ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

এদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়কে এই চিঠি দেয়া হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com