ডাকসু নিয়ে ষড়যন্ত্র করলে পরিণতি হাসিনার থেকেও খারাপ হবে: সাদিক কায়েম

ডাকসু নিয়ে ষড়যন্ত্র করলে পরিণতি হাসিনার থেকেও খারাপ হবে: সাদিক কায়েম
প্রকাশিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট বানচালের ষড়যন্ত্র করলে পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণায় এসে এই হুঁশিয়ারি দেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। সব প্রার্থী দায়িত্বশীল আচরণ করলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।’

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ষড়যন্ত্র করতে চাইলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে।’

সাইবার বুলিং, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে অভিযোগ করে শিবির সমর্থিত ভিপি প্রার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অপেশাদারি আচরণ করছে। অভিযোগের ব্যবস্থা নিচ্ছে না।’

ডাকসু নির্বাচনের কিছু প্রার্থী বহিরাগতদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ সাদিক কায়েমের।

তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। তাই এখন শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ক্যাম্পাসে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন তারা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com