স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের
প্রকাশিত

দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেন সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

রোববার (৯ নভেম্বর) সকাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকেরা।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করছেন সারাদেশ থেকে আসা সহকারী শিক্ষকরা। তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের কথা জানান তারা।

কণ্ঠে দাবি আদায়ের শ্লোগান, রাজপথে অবস্থান সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের।

রোববার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করছেন শিক্ষকরা। বেতন–স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেড করার দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা।

এছাড়া শনিবারের পুলিশি বাঁধার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষকরা দাবি তোলেন, কলম সমপর্ণের শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে গতকাল শাহবাগে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন পুলিশ। তাতে শতাধিক শিক্ষক আহত হয়। পুলিশি এ কর্মের নিন্দা জানিয়েছেন আহতরা।

এমন অবস্থায় দাবি আদায় না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

ঢাকাসহ সারাদেশে একই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনরত শিক্ষক শামসুদ্দিন মাসুদ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com