সংশোধন হতে পারে স্কুলে ভর্তির নীতিমালা

সংশোধন হতে পারে স্কুলে ভর্তির নীতিমালা

লটারিতে স্কুলে ভর্তি এবং বয়স নিয়ে জটিলতা নিরসনে নীতিমালায় আসতে পারে পরিবর্তন। ফাইল ছবি

প্রকাশিত

দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নিয়ে নতুন নীতিমালা আসতে পারে। এক্ষেত্রে লটারিতে শিক্ষার্থী ভর্তি এবং বয়সজনিত বিভিন্ন ইস্যুতে আলোচনা চলছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক নোটিশে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ বিষয়ে সভা আহ্বান করার তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা সংশোধনের লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে সভা হবে। এতে সবাইকে (সদস্যবৃন্দ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশীদ। সভায় মাউশিসহ রাজধানীর নামী কয়েকটি প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ ১৫ সদস্য অংশ নেবেন।

সভার সদস্যরা হলেন-মাউশির মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, মাউশির একজন যুগ্ম-সচিব, উপ-সচিব/সিনিয়র সহকারী সচিবদের একজন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক, মাউশির কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক, মাধ্যমিক বিভাগের পরিচালক, উপ-পরিচালক, ঢাকা অঞ্চলের উপ-পরিচালক, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।  

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com