রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির পরিচয় প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির পরিচয় প্রকাশ

রাবি শাখা শিবির সভাপতি আব্দুল মোহাইমিন । ছবি : সংগৃহীত

প্রকাশিত

দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারেনি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর গত ২১ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি। পরদিন জানা যায় ঢাবি শাখা সেক্রেটারির পরিচয়ও।

শিবির নেতাদের পরিচয় প্রকাশ্যে আসার পর চলছে নানা আলোচনা। এরই মধ্যে এবার জানা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির সভাপতির পরিচয়।

জানা গেছে, রাবি শাখা শিবির সভাপতির নাম আব্দুল মোহাইমিন। গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র ও তাদের বেশ কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি ২০২৩ সালের জুন মাসে রাবি শাখা শিবিরের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বলে সূত্রটি নিশ্চিত করেছন।

রাবি শাখা সভাপতির পরিচয় বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিবিরের এক নেতা বলেন, আব্দুল মোহাইমিন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাবিতে এমফিল করছেন। মাস্টার্সে তার সিজিপিএ ৩ দশমিক ৬৮। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com