ডাকসুর তফসিল ঘোষণা ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে

ডাকসুর তফসিল ঘোষণা ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে
প্রকাশিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেই লক্ষে আগামী ২৯ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

রোববার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফশিল সংক্রান্ত চূড়ান্ত সভায় এ সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন, হলের প্রাধ্যক্ষ, ডিন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।

ডাকসু নির্বাচন কমিশন প্রধান বলেন, এটাই অফিসিয়াল তারিখ। তফসিল ঘোষণার পর ৪০-৪৫ দিন সময় লাগবে। আমরা এই সময়ের মধ্যেই নির্বাচন করতে বদ্ধপরিকর।

তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে নিরপেক্ষ ভেন্যুতে ভোটগ্রহণ হবে। এজন্য নিরপেক্ষ ৬ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com