

সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
নির্দেশনা সম্বলিত চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীকে নির্বাচন দায়িত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা প্রয়োজন।
এ পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা যাতে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা নেওয়া জন্য বলা হলো।