অবৈধভাবে হলে অবস্থান করায় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আটক

অবৈধভাবে হলে অবস্থান করায় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আটক
প্রকাশিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে হলের ৪২৪ কক্ষ থেকে হল প্রভোস্ট তাকে আটক করা হয়। ওই কক্ষে শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মুরাদ অবস্থান করতেন, তারও ছাত্রত্ব নেই।

আটক ছাত্রদল নেতা হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭) শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে জাকসু ও হল সংসদের ভোট গ্রহণ শুরু হলে হলের অভ্যন্তরে পায়চারি করছিলেন। বিষয়টি জানতে পেরে তার অবস্থান করা কক্ষে গিয়ে আটক করেন হল প্রভোস্ট।

অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে সোহান বলেন, আমি ক্যাম্পাসে এসেছিলাম রাতে। শরীর খারাপ লাগায় এখানে হলে এসে শুয়ে পড়েছি। আবাসিক হলে অবস্থানের ক্ষেত্রে কোন অনুমতি নেয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কোন অনুমতি নেইনি।

এদিকে, আটকের পর ছাত্রদলের ওই নেতাকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়া হয়। এ সময় হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা তাকে আনতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছে। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com