ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের মশাল মিছিল, শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের মশাল মিছিল, শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
প্রকাশিত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার রায়ের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ছাত্র শিবিরের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো।

মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন বামপন্থী সংগঠনের ১০-১৫ জন কর্মী।

মিছিলে অংশগ্রহণকারীরা "জামায়াত-শিবিরের আস্তানা ভেঙে দাও", "যেই হাত হামলা করে, সেই হাত ভেঙে দাও"—ইত্যাদি স্লোগান দেন।

তবে মিছিলটি হলপাড়া এলাকায় পৌঁছালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিজয় একাত্তর হল থেকে কিছু শিক্ষার্থী "ভুয়া-ভুয়া" স্লোগান দিয়ে মিছিলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান। পরে কবি জসীমউদ্দিন হলসহ আশপাশের অন্যান্য হল থেকেও শিক্ষার্থীরা এই প্রতিক্রিয়ায় যোগ দেন।

জবাবে বাম সংগঠনের কর্মীরাও পাল্টা স্লোগান দেন—"শিবিরের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও", "ছাত্রলীগ গেছে যেই পথে, শিবির যাবে সেই পথে"।

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, "রাজনৈতিক প্রভাবেই এই রায় দেওয়া হয়েছে। সেই রায় এবং রাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর হামলার প্রতিবাদেই আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিল করেছি।"

তিনি আরও বলেন, "হলপাড়ায় প্রবেশের পর সংঘবদ্ধভাবে একটি মব আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়। তবে কোথাও কোনো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি।"

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com