এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একইদিনে: শিক্ষা উপদেষ্টা

এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একইদিনে: শিক্ষা উপদেষ্টা
প্রকাশিত

এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একইদিনে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

এর মধ্যে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেয়া হবে। তবে কবে পরীক্ষা দুটি নেয়া হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেয়া হবে, বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একইদিন বিকেলে নেয়া হবে।’

পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেয়া যায় না মন্তব্য করে সি আর আবরার বলেন, প্রশ্নপত্রের বিষয়গুলো নিশ্চিত করেই পরীক্ষা স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। এ কারণেই পরীক্ষা স্থগিত করতে কিছুটা দেরি হয়েছে।

পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি করায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার বিক্ষোভ করেছেন শিক্ষাথীরা। একপর্যায়ে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয় বলে জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। আমার পদত্যাগের বিষয়ে নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেব না। সরকার যদি মনে করে, এক্ষেত্রে আমার কোনো ব্যত্যয় ঘটেছিল, তাহলে দায়িত্ব আঁকড়ে রাখার কোনো অভিপ্রায় নেই।’

উল্লেখ্য, রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় রাত আড়াইটার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান। অন্যদিকে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com