ডাকসুতে ব্যালট বিপ্লব ঘটবে: সাদিক কায়েম

ডাকসুতে ব্যালট বিপ্লব ঘটবে: সাদিক কায়েম
প্রকাশিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটে শিক্ষার্থীরা ব্যালট বিপ্লব ঘটাবেন বলে দাবি করেছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে শেষ দিনের প্রচারণায় এসে এই দাবি করেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘আমরা ৩৬ দফা সংস্কারের ইশতেহার দিয়েছি। শিক্ষার্থীদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে। ৯ তারিখ ব্যালট বিপ্লব ঘটাবে শিক্ষার্থীরা।’

শিবির সমর্থিত প্যানেলের নারী প্রার্থীদের ছবি বিকৃত করলেও ব্যবস্থা নেয়া হয়নি অভিযোগ তুলেছেন ভিপি প্রার্থী।

তিনি বলেন, ‘প্রার্থীদের হুমকি দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের ফোন দিয়ে একটি দলের নেতারা ভোট দিতে চাপ দিচ্ছে।’

নির্বাচন কমিশন শুরু থেকে একটি দলকে বিশেষ সুবিধা দিয়ে আসছে উল্লেখ করে সাদিক বলেন, ‘এটি যদি চলতে থাকে আমরা সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কা করছি।’

দুপুরে কার্জন হলে প্রচারণা যান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী উমামা ফাতেমাও রাজনৈতিক দলের নেতাদের শিক্ষার্থীদের ফোন করে ভোট চাওয়া নিয়ে সমালোচনা করেন।

এদিকে, ঐতিহাসিক বটতলায় ছাত্রদল সমর্থিত প্যানেলের ডাকসু ও হল সংসদের ২০৫ জন প্রার্থী শপথ পাঠ করেন। নির্বাচিত হলে ১৮ দফা ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করেন তারা।

ডাকসু নির্বাচন নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ না করা, নির্বাচন নিয়ে গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়াসহ ১০ দফা সুপারিশ করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com