সাম্য হত্যা: ঢাবির তদন্ত কমিটির প্রতিবেদন জমা

সাম্য হত্যা: ঢাবির তদন্ত কমিটির প্রতিবেদন জমা
প্রকাশিত

ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা তদন্তে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

সোমবার (২৬ মে) সকালে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের কাছে প্রতিবেদনটি জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর ও সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, তদন্ত কমিটির সদস্যসচিব শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর শারমীন কবীর।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

শাহরিয়ার হত্যার ঘটনা তদন্তে ১৪ মে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। পরে কমিটিতে ব্যারিস্টার নুরুল আজিমকে ‘কো-অপট’ করা হয়।

রামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. আবুল কালাম সরকার। সহকারী প্রক্টর শারমীন কবীর কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আর ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) আইয়ুব আলী সাচিবিক দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com