
বলিউডের কিংবদন্তি তারকা শাহরুখ খান এবার বিলিয়নিয়ার ক্লাবে ঢুকেছেন। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় জায়গা করে নিলেন।
আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, ৫৯ বছর বয়সী এই তারকার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।
হারুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা আনাস রহমান জুনায়েদ জানান, শাহরুখের সম্পদের সবচেয়ে বড় উৎস তার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (প্রযোজনা প্রতিষ্ঠান) ও নাইট রাইডার স্পোর্টস (আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স)।
এ ছাড়া সিনেমার পারিশ্রমিক, বিজ্ঞাপন ও বিশ্বের বিভিন্ন স্থানে করা রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে তার সম্পদ বেড়েছে।
হারুনের তালিকায় শাহরুখ ছাড়াও আরও কয়েকজন বলিউড তারকা আছেন। যেমন জুহি চাওলা ও তার পরিবার, তাদের সম্পদের পরিমাণ ৮৮০ মিলিয়ন ডলার। হৃতিক রোশনের ২৬০ মিলিয়ন ডলার। করণ জোহরের প্রায় ২০০ মিলিয়ন ডলার। অমিতাভ বচ্চন ও তার পরিবার সম্পদ প্রায় ১৮৩ মিলিয়ন ডলার।
২০২৪ সালে করণ জোহর তার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ শেয়ার ভারতের শীর্ষ ভ্যাকসিন নির্মাতা আদর পুনেওয়ালার কাছে ১১৯ মিলিয়ন ডলারে বিক্রি করে আলোচনায় আসেন।
তাকে বলা হয় 'বলিউডের রোমান্স কিং'। তিন দশকের বেশি সময় ধরে তিনি কেবল অভিনয় নয়, প্রযোজনা ও খেলাধুলায়ও নিজের প্রভাব বিস্তার করেছেন।
হারুন ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, এ বছর ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে ৩৫০ জনের বেশি হয়েছে। শীর্ষে আছেন মুকেশ আম্বানি ও গৌতম আদানি।