১০ ডিসেম্বর থেকে রমনায় তাসলিমা আখতারের আলোকচিত্র প্রদর্শনী 'ভালোবাসি রমনা: প্রাণ ও প্রকৃতির গল্প'

১০ ডিসেম্বর থেকে রমনায় তাসলিমা আখতারের আলোকচিত্র প্রদর্শনী 'ভালোবাসি রমনা: প্রাণ ও প্রকৃতির গল্প'
প্রকাশিত

আলোকচিত্রী ও শ্রমিক-নারী আন্দোলনের সংগঠক তাসলিমা আখতারের আলোকচিত্র প্রদর্শনী 'ভালোবাসি রমনা: প্রাণ ও প্রকৃতির গল্প' রমনা পার্কে শকুন্তলা চত্বরের সামনে উদ্বোধন হবে আগামীকাল বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ সকাল ৮টায়।

বিগত ১০ বছর রমনা পার্কে পদচারণার গল্প নিয়ে ৩ দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে শুক্রবার, ১২ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল ১১টায়।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী নাসির আলী মামুন, এএসএম রেজাউর রহমান, আন্তর্জাতিক দৌড়বিদ ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান ও পার্কের সঙ্গীরা

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com