গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ
প্রকাশিত

অভিনয়শিল্পী হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দিলে তাঁকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘এ ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর অবস্থার উন্নতি হলে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।’

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা হাসান মাসুদ সম্প্রতি আবার আলোচনায় আসেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করার পর। এরপর এক সাক্ষাৎকারে তিনি জানান, আর অভিনয়ে ফিরবেন না, বরং একটি চাকরি খুঁজছেন। তাঁর ভাষায়, ‘আমি এখন একটা জব খুঁজছি। সেটা সাংবাদিকতা হতে পারে, প্রশাসনিক কাজও হতে পারে। হারিয়ে যাব একেবারে।’

হাসান মাসুদ একসময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৮৫ সালে যোগ দিয়ে ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর সাংবাদিকতা পেশায় যুক্ত হন এবং বিবিসি বাংলায়ও কাজ করেন।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয়ে আসেন। এরপর ‘মেড ইন বাংলাদেশ’, ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘খুনসুটি’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com