পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র মুক্তি

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র মুক্তি
প্রকাশিত

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ নামে একটি প্রামাণ্যচিত্র গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়, ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হচ্ছে অনেকগুলো প্রামাণ্যচিত্র।

এর অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ প্রামাণ্যচিত্রটি মুক্তি পেল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক সন্ধিক্ষণ, যেখান থেকে উত্থান ঘটেছিল ফ্যাসিবাদের, যেখান থেকে শুরু হয় ১৬ বছরের পরাধীনতা।’ বাসস

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com