জাতিসংঘের নারী শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির

জাতিসংঘের নারী শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
প্রকাশিত

হলিউড-বলিউডের অনেক তারকা সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন। আন্তর্জাতিক নানা সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনহিতকর কাজ করে থাকেন। পিছিয়ে নেই পাকিস্তানের তারকারাও। দেশটির দ্বিতীয় পাকিস্তানি নারী তারকা হিসেবে জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন হানিয়া আমির। 

জাতিসংঘের শুভেচ্ছাদূত নিযুক্ত হওয়ার মাধ্যমে পাকিস্তানে নারী ও মেয়েদের কণ্ঠস্বর জোরদার করার জন্য বড় পরিসরে কাজ করবেন তিনি।

জাতিসংঘের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলা হয়েছে, অভিনেত্রী হানিয়া আমির জাতিসংঘে নারীদের জন্য নতুন শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন। সংস্থাটির পাকিস্তান অফিস জানিয়েছে, হানিয়া আমির সচেতনতা বৃদ্ধি, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পাকিস্তানে নারী ও মেয়েদের কণ্ঠস্বর জোরদার করার জন্য নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। 

জাতিসংঘ ও অভিনেত্রী প্রত্যাশা করেন, সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত হতে প্রতিটি নারী ও মেয়ে তার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবে। লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য জাতিসংঘ, ইউএন উইমেন, বিশেষ করে সংকটের সময় পাকিস্তানি নারীদের জীবনমান উন্নত করতে সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে। চলতি বছরের ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে সংস্থাটি বন্যা কবলিত এলাকায় নারীদের জন্য নিরাপদ স্থান তৈরি করেছে। যেখানে স্থানীয় নারীরা ঘরে বসে শিশু সন্তানের যত্ন নেয়ার পাশাপাশি পরামর্শ পেতে পারেন। 

এর আগে ২০১৫ সালে প্রথম পাকিস্তানি নারী হিসেব শুভেচ্ছাদূত হয়েছিলেন মুনিবা মাজারি। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com