আইনি জটে অস্কারে শর্টলিস্টেড ছবি ‘হোমবাউন্ড’

আইনি জটে অস্কারে শর্টলিস্টেড ছবি ‘হোমবাউন্ড’
প্রকাশিত

অস্কারে শর্টলিস্টে জায়গা করে নেওয়া ভারতীয় ছবি ‘হোমবাউন্ড’ এখন আইনি জটিলতার মুখে। নীরজ ঘাওয়ান পরিচালিত ও করণ জোহর প্রযোজিত এই ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ তুলেছেন সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা। তার অভিযোগ, ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়া তার লেখা উপন্যাসের কাহিনি অনুমতি ছাড়া ব্যবহার করেছে।

পূজা ছাঙ্গোইওয়ালার দাবি, ২০২১ সালে প্রকাশিত তার উপন্যাসে ২০২০ সালের করোনা মহামারির সময় পরিযায়ী শ্রমিকদের দুর্দশার যে বাস্তবচিত্র তুলে ধরা হয়েছিল, ‘হোমবাউন্ড’-এর গল্প, চরিত্র ও প্রেক্ষাপটের সঙ্গে তার বিস্তর মিল রয়েছে। বিশেষ করে ছবির দ্বিতীয় অংশে এই সাদৃশ্য আরও স্পষ্ট বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তিনি জানান, ছবি দেখার পর নিজের লেখার সঙ্গে মিল খুঁজে পাওয়ায় গত ১৫ অক্টোবর প্রযোজনা সংস্থার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে, বিষয়টি নিয়ে করণ জোহরের প্রযোজনা সংস্থা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আইনি নোটিশ পাওয়ার পর বিষয়টি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবিলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর মধ্যেই ১৭ ডিসেম্বর অ্যাকাডেমির পক্ষ থেকে প্রকাশিত সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের ছবির প্রাথমিক তালিকায় জায়গা করে নেয় ‘হোমবাউন্ড’। মোট ১৫টি ছবির এই শর্টলিস্টে অন্তর্ভুক্ত হওয়ায় ছবির প্রযোজক করণ জোহর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জানান, ৯৮তম অস্কারের আন্তর্জাতিক বিভাগে ছবিটি মনোনয়নের দৌড়ে রয়েছে। আগামী ২২ জানুয়ারি এই তালিকা থেকে চূড়ান্তভাবে পাঁচটি ছবি নির্বাচন করা হবে।

ঈশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত ‘হোমবাউন্ড’ চলতি বছর টরন্টো ও কানসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সেপ্টেম্বর মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নির্মাতাদের পক্ষ থেকে শুরুতে জানানো হয়েছিল, নিউইয়র্ক টাইমসের ২০২০ সালের একটি প্রতিবেদন থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি। বন্ধুত্বের গল্পের পাশাপাশি সমাজ ও মানবিক সম্পর্কের নানা দিক তুলে ধরাই ছিল ছবিটির মূল উদ্দেশ্য।

সুত্র- ইণ্ডিয়া টুডে

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com