আইস্ক্রিনে, সাংবাদিক দম্পতিকে নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’

আইস্ক্রিনে, সাংবাদিক দম্পতিকে নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’
প্রকাশিত

দুই বছর ব্যান থাকার পর ‘আইস্ক্রিনে’ রিলিজ হলো ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’।

আইস্ক্রিনের অরিজিনাল কনটেন্ট ‘অমীমাংসিত’-এর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে পাইরেসির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে দর্শকদের অরিজিনাল ভার্সন দেখার আহ্বান জানান অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। 

বর্ষণ বলেন, নতুন কনটেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে দর্শকের সচেতনতার ওপর।

এসময় সবাইকে অরিজিনাল ভার্সন দেখার আমন্ত্রণ জানিয়ে বর্ষণ বলেন, “পাইরেসি করে দেখার দরকার নাই। অরিজিনাল ভার্সন আইস্ক্রিন থেকে দেখলে এমন কনটেন্ট আরো তৈরি হবে।”

তিনি বলেন,“এই কনটেন্ট এর গল্প জেনে এবং রাফী ডিরেক্টর শুনে দ্বিতীয়বার ভাবিনি। আমরা সবাই অনেক কষ্ট করেছি এই কাজের জন্য।”

“ক্রিয়েটিভ কোনো কাজ করতে গেলে সেন্সর হবে কিনা সেটা মাথায় থাকে না। আমাদের দেশে স্বাধীনভাবে কাজ করতে গেলে এটা একটা প্রতিবন্ধকতা। সেন্সরশিপের এসব বাধা থেকে আমাদের কনটেন্টগুলো মুক্ত থাকুক।”

এসময় অভিনেত্রী তানজিকা আমিন বলেন, “দুই বছর ব্যান করা সিনেমা রিলিজ হচ্ছে এটা আমার কাছে বিস্ময়কর।”

সোমবার, (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আইস্ক্রিনে বিশ্বব্যাপী স্ট্রিমিং হয়েছে ‘অমীমাংসিত’।

ট্রেলারে দেখা যায়, নিহত দম্পতির বাড়িতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তদন্তে নেমে একবারে পরিষ্কার কোনো সূত্র পাচ্ছেন না তদন্তকারী কর্মকর্তা। খুন হওয়ার নানান মোটিফ নিয়ে চর্চা করছেন তারা। হত্যার সময় বাচ্চাটি ঘুম থেকে না ওঠা, প্রতিবেশী থেকে আত্মীয়— প্রায় সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করে ফেলা, এমন নানা তথ্য রহস্যকে আরও জটিল করে তোলে।

অসময়ে, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। এছাড়াও ট্রেলারে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরো অনেক পরিচিত মুখ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com