রাহাত ফতেহ আলীর কনসার্ট : টিকিটে ছাড়, টোল ফ্রি এক্সপ্রেসওয়ের!

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী কর্তৃক 'স্পিরিটস অব জুলাই' নামক এক প্ল্যাটফর্মের উদ্যোগে 'ইকোস অব রেভোল্যুশন' শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে।
রাহাত ফতেহ আলীর কনসার্ট : টিকিটে  ছাড়, টোল ফ্রি এক্সপ্রেসওয়ের!

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠকরা। 

প্রকাশিত

চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘চ্যারিটি কনসার্ট’ । এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'-এ প্রদান করা হবে। আগামী ২১ ডিসেম্বর, আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে মাতাবেন বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান। এছাড়া, কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড ও শিল্পীরা পারফর্ম করবেন। এছাড়ও আয়োজনে থাকবে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং শহীদ মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার।

১৭ ডিসেম্বর আয়োজনের বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলন করেন আয়োজক সংগঠন। এসময় তারা বলেন, জুলাই বিপ্লবে জনসাধারণ ও শিক্ষার্থীদের ভূমিকার প্রতি সম্মান রেখে টিকিটে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে । 'ভিআইপি' টিকিটের মূল্য ১০ হাজার টাকা। এই টিকেট ক্রেতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন৷ এক্ষেত্রে ১৬ ডিসেম্বর 'বিজয় দিবস' স্মরণে শিক্ষার্থীরা ১৬ শতাংশ ছাড়সহ ৮ হাজার ৪০০ টাকা কিনতে পাবেন।

'ফ্রন্ট রো' টিকেটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এই টিকেট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে গণ অভ্যুত্থানের বছর '২০২৪ সাল' স্মরণে শিক্ষার্থীরা ২৪ শতাংশ ছাড়সহ ৩হাজার ৪২০ টাকায় পাচ্ছেন। 'জেনারেল' টিকেটের মূল্য ২ হাজার ৫০০ টাকা৷ এই টিকেট ক্রেতারা পিছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে '৩৬ জুলাই' স্মরণে ৩৬ শতাংশ ছাড়সহ ১৬০০ টাকায় পাচ্ছেন শিক্ষার্থীরা।

টিকেট ক্রয়ের সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত ইনস্টিটিউশনাল ইমেইল ব্যবহার করতে হবে। ইতোমধ্যে রাজধানী পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসানো হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বুথ বসানো হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারবেন।

এই চ্যারিটি কনসার্টের দিনকে জনদুর্ভোগ মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন আয়োজন সংগঠন। ২১ ডিসেম্বর ‘বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেট দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত খুলা থাকবে। এ গেট দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করতে পারবে।

এছাড়াও এদিন দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড—এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।

এদিন ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। এসময়  যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতারা।

অনলাইনে যেভাবে টিকিট ক্রয় করা যাবে :

০৯ ডিসেম্বর রাত থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি, যা চলবে আগামী ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকেট সেলিং পার্টনার হিসেবে সঙ্গে রয়েছে ‘GET SET ROCK’ নামের প্রতিষ্ঠান।

টিকেট ক্রয়ের জন্য প্রবেশ করুন : https://getsetrock.com/buy-ticket/echoes-of-revolution-j01 ’অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে। টিকেট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রদান করা হয়েছে। এছাড়া, অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য  ফেসবুক পেইজ “Spirits of July” - এ পাওয়া যাবে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com