‘রাক্ষস’-এর সিয়ামের ফার্স্ট লুক

‘রাক্ষস’-এর সিয়ামের ফার্স্ট লুক
প্রকাশিত

নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শেহরিন সুমি এবার ধামাকা নিয়ে আসছেন চিত্রনায়ক সিয়াম আহমেদকে সঙ্গে নিয়ে। এর আগে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা কাঁপিয়েছিল প্রেক্ষাগৃহের পর্দা।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক, যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা। কয়েক সেকেন্ডের এই ঝলকই বলে দিচ্ছে, এবার আরও বড় কোনো ভায়োলেন্স আর অন্ধকারের গল্প নিয়ে পর্দায় ফিরছেন এই নির্মাতা।

প্রকাশিত ফার্স্ট লুকে দেখা গেছে এক অবিশ্বাস্য ও লোমহর্ষক দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ, আর মাঝখানে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ।

বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ, যার এক হাতে চায়নিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল। বাঘটি মৃত হলেও তিনি গুলি ছুড়ছেন সেদিকে। চোখেমুখে ফুটে ওঠা বিষাদগ্রস্ত অভিব্যক্তির মাঝেও তার দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ‘রাক্ষস’ প্রেম ও ধ্বংসের এক অদ্ভুত মিশেল হতে যাচ্ছে।

অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম ও তপস্যা করতে হয়েছে। সিনেমার থিম সম্পর্কে তিনি বলেন, ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’। সিনেমায় সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com