হাসপাতাল মালিকদের জন্য ডাক্তাররা ব্যবসায়ী হয়ে যান: সোহেল রানা

হাসপাতাল মালিকদের জন্য ডাক্তাররা ব্যবসায়ী হয়ে যান: সোহেল রানা
প্রকাশিত

খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। এখন তিনি প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ থাকায় হাসপাতালের চিকিৎসার বিষয় নিয়েও তিনি লিখছেন।

রোববার (৩ আগস্ট) নিজের ফেসবুক ওয়ালে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি হাসপাতালের কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। সেখানে তিনি দাবি করেন, কিছু হাসপাতালের মালিকদের জন্যই ডাক্তাররা সেবাকে বাদ দিয়ে ব্যবসায়ী হয়ে ওঠেন।

পোস্টে সোহেল রানা লিখেছেন, ‘কিছু হাসপাতালের মালিক আছেন যারা ডাক্তারদের টার্গেট দিয়ে দেন। সেই টার্গেটে ব্যবসা হলে তার সম্মান এবং সম্মানী বাড়ে। তাই অনেক ডাক্তারদের ইচ্ছের বাইরেও অনেক টেস্ট দিতে হয়। ইন্টারনি করার পরেই অনেক ডাক্তারকে হাসপাতালে চাকরি দেওয়া হয় টাকা কম দিতে হবে বলে। কত বছর কার সাথে প্র্যাকটিস করেছে তার কোন নিয়ম নেই।’

অনেক চিকিৎসকদের বিদেশে পাড়ি জামানোর কথা উল্লেখ করে এই অভিনেতা লেখেন, ‘যারা বড় ডাক্তার তাদের অনেকেই স্বপ্নের জীবনের জন্য বিদেশের পথে পাড়ি জমান। কিন্তু ডাক্তার বানানোর জন্য যে টাকা পয়সা সরকার খরচ করেন তাদের পেছনে সেটা জনগণের টাকা। তাই জনগণের প্রতি তাদের দায়িত্ব আছে। যদি যেতেই হয়, তাহলে সেই টাকার একটা ব্যবস্থা করা দরকার। একটা বিশেষ সময় পর্যন্ত তারা বিদেশে চাকরি করতে পারবেন। তারপর দেশে এসে জনগণের সেবা করতে হবে।’

সবশেষে সোহেল রানা লেখেন, ‘কিছু মালিক এবং নামকরা ডাক্তার তারা দেশের মানুষের সেবা করার জন্য দেশেই থেকে যান তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম।’

শিক্ষাজীবনে একজন তুখোড় ছাত্রনেতা ছিলেন মাসুদ পারভেজ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। তার জন্ম ঢাকায় হলেও পৈতৃক নিবাস বরিশাল জেলায়।

শুরুতে প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। তার আসল নাম মাসুদ পারভেজ হলেও ‘সোহেল রানা’ নামেই তিনি সমধিক পরিচিত। মূলত চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে সোহেল রানা নাম ধারণ করেছিলেন এ চলচ্চিত্র ব্যক্তিত্ব।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com