আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেল হলেন শাকিব খান

আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেল হলেন শাকিব খান
প্রকাশিত

ঢালিউড মেগাস্টার শাকিব খানকে এবার দেখা যাবে আন্তর্জাতিক পণ্যের প্রচারে। চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।

ইন্ডিরিলস প্রোডাকশন হাউসের ব্যানারে রিয়েলমির নতুন বিজ্ঞাপনটি নির্মাণ করবেন সামিউর রহমান। আর এ বিজ্ঞাপনেই মডেল হবেন শাকিব।

জানা যায়, নতুন এ বিজ্ঞাপনের শুটিং শুরু হবে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর। রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে। নির্মাণের পর শিগগিরই দেশের টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হবে এটি।

এর আগে শাকিব নানা ব্র্যান্ডের মডেল হয়েছেন। তবে এবারই প্রথম তিনি কোনো আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন। তাই দর্শকদের মধ্যে নতুন বিজ্ঞাপনটি ভালো সাড়া পাবে বলে মনে করছেন নির্মাতা সামিউর রহমান।

প্রসঙ্গত, শাকিব খান অভিনীত সর্বশেষ সিনেমা‘তাণ্ডব’। সিনেমাটি চলতি বছর কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল। অভিনেতার আপকামিং সিনেমার মধ্যে রয়েছে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি আগামী বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com