পৃথিবীর দুই শ্রেষ্ঠ নারী আমার মা : সালমান খান

পৃথিবীর দুই শ্রেষ্ঠ নারী আমার মা : সালমান খান
প্রকাশিত

মা দিবস উপলক্ষ্যে রবিবার মাকে শুভেচ্ছা জানিয়ে নানা মুহূর্ত ভাগ করেছেন তারকারা। বিশেষ এই দিন উদ্‌যাপনে বাদ গেলেন না বলিউডের ভাইজানও। মা সালমা খান এবং সৎ মা হেলেন দুজনেরই ছবি শেযার করার পাশাপাশি, বাবা সেলিম খানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। 

সালমান তার মা সালমা খান এবং সৎ মা হেলেনকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে অভিহিত করে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ভাইজান তার দুই মায়ের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিশ্বের সেরা মায়েদের আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ বাবা। আমার পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের প্রতি মা দিবসের শুভেচ্ছা।’

সালমান খানের এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মাত্র ২ ঘণ্টার মধ্যে প্রায় ৫.৫ লাখ মানুষ পোস্টটি লাইক করেছেন। শমিতা শেঠি-সহ বহু সেলিব্রিটি তার পোস্টে শুভেচ্ছাও জানিয়েছেন।

প্রসঙ্গত, সেলিম খান ১৯৬০ সালে সালমা খানকে প্রথম বিয়ে করেন। তার চার সন্তান। সালমান খান, আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা খান অগ্নিহোত্রী। ১৯৮১ সালে সেলিম দ্বিতীয়বার হেলেনকে বিয়ে করেন। এর কয়েক বছর পর অর্পিতা খানকে দত্তক নিয়েছিলেন দম্পতি। দু’জনের সঙ্গেই সলমনের সম্পর্ক বরাবর খুব ভালো।

সালমানকে শেষবার ‘সিকান্দার’ ছবিতে দেখা গিয়েছিল। যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, শরমন জোশি, কাজল আগরওয়াল-সহ একঝাঁক তারকা। চলতি বছর ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে বক্স অফিসের ব্যবসা বলছে, সিনেমাটি দর্শকের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com