ঢাকায় বসছে সুফি সঙ্গীতের মরমি সন্ধ্যা শাম-ই-নুসরাত

ঢাকায় বসছে সুফি সঙ্গীতের মরমি সন্ধ্যা শাম-ই-নুসরাত
প্রকাশিত

বিশ্ববিখ্যাত কাওয়াল ও সুফি সঙ্গীতের কিংবদন্তি উস্তাদ নুসরাত ফতেহ আলী খান এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে এক অনন্য সঙ্গীত সন্ধ্যা “শাম-ই-নুসরাত”।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই বিশেষ সুফি সঙ্গীত অনুষ্ঠান। এই আয়োজনের মূল লক্ষ্য মহান শিল্পী নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ সঙ্গীত ঐতিহ্য, আধ্যাত্মিক সুর ও মানবপ্রেমের বার্তাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া।

অনুষ্ঠানে পরিবেশিত হবে সুফি ঘরানার চিরন্তন কাওয়ালী ও আধ্যাত্মিক সঙ্গীত, যা শ্রোতাদের নিয়ে যাবে এক অনন্য মরমি অনুভূতির জগতে।

বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবে বাংলাদেশের জনপ্রিয় সুফি ব্যান্ড ক্বরার-দ্য সুফি ব্যান্ড, যারা নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থাপন করবে এক বিশেষ শ্রদ্ধানিবেদন পরিবেশনা। পাশাপাশি থাকছে মনোমুগ্ধকর সুফি নৃত্য পরিবেশনা, যা সন্ধ্যার আবহকে আরও রহস্যময় ও মায়াময় করে তুলবে।

এই বিশেষ আয়োজনের যৌথ উদ্যোগে রয়েছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশন এবং ক্বরার– দ্য সুফি ব্যান্ড।

আয়োজকদের ভাষায়, শাম-ই-নুসরাত শুধুমাত্র একটি সঙ্গীতানুষ্ঠান নয়, এটি হবে নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তার সঙ্গীতধারাকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেয়ার একটি নিবেদন।

সুফি সঙ্গীতপ্রেমীদের জন্য “শাম-ই-নুসরাত” হতে যাচ্ছে এক অবিস্মরণীয়, আত্মার ছোঁয়াযুক্ত মরমি সন্ধ্যা, যেখানে সুর, তাল ও আধ্যাত্মিকতার মিলনে প্রতিধ্বনিত হবে নুসরাতের চিরন্তন গানের জাদু। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com