
ছুটির দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নেটিজেনদের বাজে মন্তব্য ও নেতিবাচক প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিন্দুকের কড়া সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন মেহজাবীন। লেখেন, কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে।
মেহজাবীন আরও বলেন, এমন কর্মকাণ্ড আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?
সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময়ই সরব থাকেন মেহজাবীন। কখনও নিজের ব্যক্তিগত মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। কখনও বা নিজের ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলো তুলে ধরেন।
সামাজিক জনসচেতনতার বার্তা দেয়ার পাশাপাশি নেতিবাচক বিষয়গুলো নিয়েও সরব ভূমিকা পালন করতে দেখা যায় অভিনেত্রীকে। এবার অন্তর্জালে নেটিজেনদের অশ্লীল মন্তব্য প্রসঙ্গে প্রতিবাদ জানালেন তিনি।
এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন মেহজাবীন চৌধুরী। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজে জনপ্রিয়তা পাওয়ার পর বর্তমানে একাধিক সিনেমায় কাজ করছেন জনপ্রিয় এ অভিনেত্রী।