ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন হলিউড অভিনেতা জেরার্ড

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী জ্যানেট
ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন হলিউড অভিনেতা  জেরার্ড
প্রকাশিত

ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন হলিউডের কিংবদন্তী অভিনেতা গিল জেরার্ড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় গিল জেরার্ডের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী জ্যানেট। তিনি লেখেন, ভোরবেলা তার জীবনসঙ্গী গিল এক বিরল ও অত্যন্ত আক্রমণাত্মক ক্যানসারের কাছে পরাজিত হয়েছেন।

অসুস্থতা ধরা পড়ার পর থেকে তার মৃত্যুর ব্যবধান ছিল মাত্র কয়েক দিন। জ্যানেট আরও লেখেন, যত বছরই একসঙ্গে কাটুক না কেন, তা কখনোই যথেষ্ট নয়। প্রিয় মানুষদের শক্ত করে ধরে রাখার এবং নিঃশর্ত ভালোবাসার কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

মৃত্যুর পর প্রকাশের অনুরোধ রেখে গিল জেরার্ড নিজেও একটি বার্তা লিখে গিয়েছিলেন। সেটিও তার স্ত্রী শেয়ার করেছেন।

সেখানে তিনি বলেন, তার জীবন ছিল এক অসাধারণ যাত্রা। কাজের সুযোগ, পরিচিত মানুষ আর ভালোবাসা পাওয়া ও দেওয়ার অভিজ্ঞতা মিলিয়ে পৃথিবীতে কাটানো ৮২টি বছর ছিল তৃপ্তিকর। আরকানসাস থেকে নিউ ইয়র্ক, সেখান থেকে লস অ্যাঞ্জেলেস এবং শেষ পর্যন্ত উত্তর জর্জিয়ায় স্ত্রীর সঙ্গে কাটানো জীবনকে তিনি স্মরণ করেন গভীর কৃতজ্ঞতায়।

১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রচারিত বিজ্ঞান কল্পকাহিনি ধারাবাহিক ‘পঁচিশ শতকের বাক রজার্স’-এ প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান গিল জেরার্ড। ওই গল্পে তিনি অভিনয় করেন ক্যাপ্টেন উইলিয়াম বাক রজার্স চরিত্রে। সেটি একজন মহাকাশচারীর চরিত্র।

এছাড়াও গিল জেরার্ড বিভিন্ন টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার দীর্ঘ অভিনয় জীবন তাকে মার্কিন টেলিভিশনের একটি পরিচিত ও সম্মানিত মুখে পরিণত করেছিল। হলিউডের বহু জনপ্রিয় সিনেমাতেও দেখা গেছে তাকে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com