কাদেরকে ‘মূর্খ অপদার্থ’ বললেন আসিফ?

কাদেরকে ‘মূর্খ অপদার্থ’ বললেন আসিফ?

জনপ্রিয় গায়ক আসিফ আকবর ফেসবুকে শুভেচ্ছা জানালেন সনাতন ধর্ম অনুসারীদের। ছবি: সংগৃহীত

প্রকাশিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকেন গানের জগতের উজ্জ্বল নক্ষত্র আসিফ আকবর। রাজনৈতিক কারণে দেশের কনসার্টে দীর্ঘদিন দেখা যায়নি এই শিল্পীকে। তিনি নিজেই জানিয়েছেন এই কথা। সনাতন ধর্ম অনুসারীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই গায়ক।

এর আগে তিনি জানান, দীর্ঘ সময়ের বিরতি ভেঙে কনার সঙ্গে গান গাইতে চলেছেন। গত ২৯ সেপ্টেম্বর ফেসবুক পেজে কনার সঙ্গে পুরানো একটি ছবি শেয়ার করেন আসিফ। পোস্ট করা ছবির ক্যাপশনে জানান, নতুন একটি গানে আসিফের সঙ্গে গাইছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত গায়িকা কনা।


এদিকে আজ শনিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যেখানে তিনি সনাতন ধর্ম অনুসারীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।


তিনি লিখেছেন, ‘সনাতন ধর্ম অনুসারী সব ভাই বোন বন্ধুদের জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের প্রত‍্যাশা ভালবাসাময় বাংলাদেশ। ভালবাসা অবিরাম।’

সেই পোস্টের কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেন, ‘আপনি একজন মুসলিম হয়ে শুভেচ্ছা জানান।’ এরপর আসিফ আকবর তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটু বিরক্তের সুরে বলেন, ‘আর আপনি একটা ইহুদি যোগাযোগ মাধ‍্যমে আইসেন হিন্দু-মুসলিম নিয়া। মূর্খ অপদার্থদের প্রজনন বৃদ্ধিতে বিরক্ত বাংলাদেশ।’


অরেকজন লিখেছেন, ‘জি ভাইয়া অনেক সুন্দর পোস্ট ধন্যবাদ আপনাকে এদেশ একটি পরিবার আর আমরা সবাই এই পরিবারের সদস্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা মিলেমিশে দেশে বসবাস করতে চাই তাই ধর্ম যার যার উৎসব তার তার।’

প্রসঙ্গত, আসিফ আকবর পপ-ধারার সঙ্গীত শিল্পী ও অভিনেতা। ভালোবেসে তাকে বাংলা গানের যুবরাজ বলেও আখ্যায়িত করেন কেউ কেউ। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com