যুদ্ধ বিরতি, ইরান থেকে ফিরতে আগ্রহ কমছে বাংলাদেশিদের

যুদ্ধ বিরতি, ইরান থেকে ফিরতে আগ্রহ কমছে বাংলাদেশিদের
প্রকাশিত

টানা ১২ দিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের এই দুই দেশ। যুদ্ধাবস্থায় যেসব বাংলাদেশিরা দেশে ফেরত আসতে চেয়েছিলেন, তারা এখন মত পাল্টেছেন। আগ্রহীদের অনেকেই এখন আর ফেরত আসতে চাইছেন না। 

ইরান থেকে দেশে ফেরত আসতে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এদের মধ্যে প্রায় ৯০ জনকে পাকিস্তানের স্থল সীমান্ত দিয়ে ফেরত আনা হবে। ইরান থেকে পাকিস্তান সীমান্ত প্রবেশ সহজ করতে এ ৯০ জনের তথ্য ইসলামাবাদের কাছে দিয়েছে ঢাকা। এদের মধ্যে প্রায় ৩০ জনের একটি দল তেহরান থেকে ইরান-পাকিস্তানের বেলুচিস্তানের তাফতান সীমান্তের দিকে রওয়ানা দিয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে দলটি পাকিস্তান পৌঁছাবে। এ দলটি বাংলাদেশে ফেরত আসছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, ইরান ও ইসরাইলের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তেহরান ও এর আশপাশে পরমানু গবেষণা কেন্দ্রগুলোতে যেভাবে হামলা চালানো হয়েছিল, তাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। তবে দুই দেশের অস্ত্র বিরতিতে পরিস্থিতি শান্ত হয়ে আসছে। ফলে বাংলাদেশিদের দেশে ফেরত আসতে আগ্রহীদের সংখ্যা কমছে।

ফেরত আসতে আড়াই’শ নিবন্ধন করলেও পাকিস্তান হয়ে ফেরত আনতে প্রায় ৯০ জনের তালিকা ইসলামাবাদকে দেয়া হয়েছিল। এদের মধ্যে গতকাল বুধবার পর্যন্ত প্রথম ৪০ জন এবং পরে ৩০ জনের মতো ফেরত আসতে চাইছেন। বাকিরা পরিস্থিতি বিবেচনায় থেকে যেতে চাইছেন। বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে, আর ফেরত আসতে আগ্রহীদের জন্য সুযোগ খোলা রাখছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসা পর্যন্ত ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা অবলম্বনের পরামর্শ রয়েছে।

তিনি বলেন, প্রথম দলকে তেহরান থেকে সড়ক পথে হয়ে বাংলাদেশিদের পাকিস্তান নেওয়া হবে। এরপর তাদের ফ্লাইটে করাচি থেকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

ইরানে বর্তমানে প্রায় ২ হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। দেশটিতে তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন, যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন। দেশে ফিরতে আগ্রহীদে নাম-ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ বাংলাদেশ দূতাবাসে নিবন্ধণের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যে কোনো তথ্য ও সহায়তার জন্য হটলাইন নম্বরগুলোয় যোগাযোগ করতে বলা হয়েছে: বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন): +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫। পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন): +৮৮০১৭১২০১২৮৪৭।

গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আসিফ রহমান গণমাধ্যমকে জানায়, তেহরানে থাকা বাংলাদেশিদের প্রথম দলকে আগামী সপ্তাহে ফেরানোর পরিকল্পনা রয়েছে। ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত এবং দেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com