মালয়েশিয়ায় ৮ মাসে ১৫ বাংলাদেশিসহ ২৮৬ বিদেশি নারী আটক

মালয়েশিয়ায় ৮ মাসে ১৫ বাংলাদেশিসহ ২৮৬ বিদেশি নারী আটক
প্রকাশিত

মালয়েশিয়ায় অনৈতিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত গত ৮ মাসে ২৮৬ জন বিদেশি নারীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে অন্তত ১৫ জন বাংলাদেশি নারী।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কুয়ালালামপুর শাখার পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ আজ বুধবার (১০ সেপ্টেম্বর) েএ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কুয়ালালামপুরে অভিযান চালিয়ে গত ৮ মাসে ২৮৬ জন বিদেশি নারী আটক করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, যে সকল বিদেশি নাগরিক মালয়েশিয়ার আইন লঙ্ঘন করেন, তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হয় না।

তিনি বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে কিছু বিদেশি পর্যটন ভিসা বা অন্যান্য পারমিট ব্যবহার করে মালয়েশিয়ায় এসে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে।’

তিনি জানান, কুয়ালালামপুর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ বিভাগ নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় নজরদারি, টহল ও অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে মোট ২৮৬ জন বিদেশি নারীকে আটক করা হয়।

এছাড়া ৯৪ জন বিদেশি পুরুষ আটক করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। যাদের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

এই অভিযানগুলোতে নারীদের মধ্যে ভিয়েতনামের ৫৩ জন, মায়ানমারের ৪৮ জন, থাইল্যান্ডের ৪৬ জন এবং চীনের ৪০ জন নারী আটক হয়েছেন যা এই দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এছাড়া লাওসের ২১ জন, বাংলাদেশের ১৫ জন, ফিলিপাইনের ৯ জন, মঙ্গোলিয়ার ৬ জন এবং ভারতের ২ জন নাগরিককে আটক করা হয়েছে।

এছাড়া ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কম্বোডিয়া, নেপাল, তাইওয়ান এবং উজবেকিস্তানের একজন করে নাগরিকও এই অভিযানে ধরা পড়েছেন। অভিযানে আটক হওয়া ব্যক্তি কি অপরাধে আটক হয়েছেন তা সুনির্দিষ্ট উল্লেখ করা হয়নি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com