মালয়েশিয়ায় বেতন না পেয়ে সংকটে ১৯০ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ায় বেতন না পেয়ে সংকটে ১৯০ বাংলাদেশি শ্রমিক
প্রকাশিত

মালয়েশিয়ায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না ১৯০ বাংলাদেশি শ্রমিক। ভুক্তভোগীদের শ্রমিকদের অভিযোগ, তিন মাসের বেতনসহ গত পাঁচ মাস ধরে তাদের ওভারটাইমের অর্থ পরিশোধ করেনি মালয়েশিয়ার একটি সিরামিক ফর্মার ও স্পেশাল গ্লাভস মোল্ড (ছাঁচ) প্রস্তুতকারী কারখানা।

আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

অ্যান্ডি হল বলেছেন, ‘মালয়েশিয়ায় কাজের আশায় আসা এসব শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন এবং এখন বেতন না পেয়ে ঋণের জালে পড়ছে তারা।’

দক্ষিণ মালয়েশিয়ায় অবস্থিত এ কারখানার শ্রমিকরা ২০২৩ সাল থেকে অনিয়মিত বেতনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকে বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বা আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা ধার করেছেন, যাতে তারা নিয়োগ ফি পরিশোধ করতে পারেন। একেকজন শ্রমিকের নিয়োগ ফি ছিল প্রায় ২৫ হাজার রিঙ্গিত (মালয়েশিয় মুদ্রা), যা পরিশোধে তারা এখনও হিমশিম খাচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, তাদের খারাপ আবাসন ব্যবস্থায় রাখা হয়েছে। নিজেদের পাসপোর্ট নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হচ্ছে না। এ ঘটনায় সম্প্রতি শ্রমিকদের একটি দল মালয়েশিয়ার শ্রম বিভাগে অভিযোগ দিয়েছে।

শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হল জানান, শ্রমিকদের অবস্থা নিয়ে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা করেছেন। এতে কোম্পানি চলতি মাসের শেষের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com