মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে বাংলাদেশিসহ ৮০ জন আটক

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে বাংলাদেশিসহ ৮০ জন আটক
প্রকাশিত

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সেলাঙ্গর প্রদেশের সেরি কেম্বাঙ্গানের একটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৮০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। বুধবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন এক বিবৃতিতে জানান, আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং ৭৫ জন নারী রয়েছেন, যাদের বয়স ১৭ থেকে ৪৫ বছরের মধ্যে। তারা বাংলাদেশ, লাওস, থাইল্যান্ড এবং ভিয়েতনামের নাগরিক।

বিবৃতিতে আরও জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারির পর অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ধরা পড়াদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে আটককৃতদের সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন কঠোর হওয়ায় দেশটিতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হয়। কর্তৃপক্ষ নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং অননুমোদিত ব্যক্তিদের বিষয়ে তথ্য জানাতে উৎসাহিত করেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com