ইতালিতে নতুন আইনে চাপে বাংলাদেশি প্রবাসীরা

দেশে পাঠানো অর্থ ISEE-এর আওতায়
ইতালিতে নতুন আইনে চাপে বাংলাদেশি প্রবাসীরা
প্রকাশিত

ইতালির ২০২৬ সালের বাজেট (Manovra 2026)-এ পাস হওয়া নতুন আইনের ফলে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবার ISEE (Equivalent Economic Situation Indicator) হিসাবের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফলে ইতালিতে বসবাসরত বহু প্রবাসীর সামাজিক সহায়তা পাওয়ার সুযোগ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ইতালি থেকে নিজ নিজ দেশে পাঠানো অর্থকে এখন থেকে পারিবারিক আয়ের অংশ হিসেবে গণ্য করা হবে। এর ফলে ISEE ভ্যালু বেড়ে যাবে, যা সরাসরি সরকারি বিভিন্ন Bonus, Assegno ও Social Benefit পাওয়ার যোগ্যতার ওপর প্রভাব ফেলবে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কম আয়ের প্রবাসীরা, যারা নিয়মিতভাবে ISEE-এর ভিত্তিতে আবাসন সুবিধা, পারিবারিক ভাতা ও অন্যান্য সামাজিক সহায়তা গ্রহণ করে থাকেন।

Bank of Italy-এর তথ্য অনুযায়ী, ইতালি থেকে পাঠানো মোট রেমিট্যান্সের প্রায় ১৮.৮ শতাংশ বাংলাদেশে যায়, ফলে নতুন এই আইনের প্রভাব বাংলাদেশি প্রবাসীদের ওপর তুলনামূলকভাবে বেশি পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে প্রবাসীদের পাঠানো অর্থ ISEE হিসাবের অন্তর্ভুক্ত ছিল না। নতুন আইনের মাধ্যমে সেই নীতিতে পরিবর্তন আসায় প্রবাসী কমিউনিটিতে উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের পরামর্শ, যারা ISEE-এর ওপর নির্ভর করে সরকারি সুবিধা গ্রহণ করেন, তাদের এখন থেকেই আর্থিক হিসাব ও নথিপত্র আরও সতর্কতার সঙ্গে পরিচালনা করা প্রয়োজন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com