
মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের পরিচালিত একটি অভিযানে বাংলাদেশ, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিকসহ ৯৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপো, ডিটেনশন ম্যানেজমেন্ট ডিভিশন, প্রিভেনশন ডিভিশন, ইন্টিগ্রিটি ডিভিশনসহ আরও বিভিন্ন বিভাগ এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের ১১৬ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন। মোট ১৩৫ জন বিদেশি আটক করা হয়েছিল, এর মধ্যে ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এই অভিযানটি ব্যক্তিগত জায়গায় পরিচালিত হয়েছিল, যেখানে অবৈধ অভিবাসীরা বাসা ভাড়া করে বসবাস করছিলেন। অভিযানে গ্রেপ্তাররা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইনসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনের অধীনে গ্রেপ্তার হয়েছেন।
এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জানান, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যেকোনো দল বা প্রতিষ্ঠান যারা তাদের নিয়োগ বা সুরক্ষা প্রদান করবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তার হওয়া সকলকে কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং পরবর্তী তদন্তের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।