মালয়েশিয়ায় লরির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় লরির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
প্রকাশিত

মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ার জেলার বাকরি এলাকায় এক বাংলাদেশি যুবক লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন।

শুক্রবার ভোরে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুয়ার জেলার পুলিশপ্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইজ মুখলিজ আজমান আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে এ ঘটনার কথা জানান। প্রাথমিক তদন্তে জানা যায়, ২৬ বছর বয়সী ওই বাংলাদেশি যুবক রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লরির চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনার তদন্ত মালয়েশিয়ার সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এ ছাড়া পথচারীদের সতর্কতার সঙ্গে রাস্তা পারাপারের পরামর্শ এবং চালকদের গাড়ি চালানোর সময় আরও সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com