অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৭৫ জন আটক

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৭৫ জন আটক
প্রকাশিত

মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১ বাংলাদেশিসহ মোট ৭৫ জনকে আটক করেছে। বুধবার জোহর শহরের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী অভিযান চালিয়ে এসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

জোহর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস বৃহস্পতিবার (৬ মার্চ) এক বিবৃতিতে জানান, পান্ডান পাইকারী বাজার ও বন্দর বারু পারমাস জায়ায় দুটি অভিযান চালানো হয়। প্রথম অভিযানটি বুধবার বিকেল ৩টার দিকে পান্ডান পাইকারী বাজারের আশপাশে পরিচালিত হয়। এতে ২০টি প্রাঙ্গণ পরিদর্শন করে ৬৬ জনকে তল্লাশি করা হয় এবং ৩৫ জনকে আটক করা হয়।

দ্বিতীয় অভিযানটি বুধবার রাত ১২টা ৩০ মিনিটে বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত হয়। এতে নয়টি দোকানঘর পরিদর্শন করে ৬৪ জনকে তল্লাশি করা হয় এবং ৪০ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে মিয়ানমারের ২১ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশের ১১ জন পুরুষ, পাকিস্তানের দুইজন পুরুষ, ইন্দোনেশিয়ার ১১ জন পুরুষ ও ১৯ জন নারী এবং দুইজন ভিয়েতনামী নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

ইমিগ্রেশন বিভাগের অভিযানটি পরিচালিত হয় ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে। আটককৃতদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জোহর ইমিগ্রেশন বিভাগ জানায়, বৈধ পারমিট ছাড়াই কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছ থেকে তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়। বিভাগটি অবৈধ অভিবাসন রোধে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com