মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ১৯৯ জন আটক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ১৯৯ জন আটক

প্রকাশিত

মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) রাতে জালান সুলতান আজলান শাহে একটি বড় অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে মোট ১৯৯ জনকে আটক করেছে। এই এলাকাটি স্থানীয়ভাবে 'ছোট্ট পাকিস্তান' নামে পরিচিত এবং অভিযানটি রাত ৯টা থেকে রাত ১১টা৩০ পর্যন্ত চলে।

আটককৃতদের মধ্যে ১৫০ জন পাকিস্তানি, ২১ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয়, ছয়জন ইন্দোনেশিয়ান, চারজন নেপালি ছাড়াও জর্ডান (২), ফিলিপাইন (২) এবং শ্রীলঙ্কার (১) নাগরিক রয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ২৩ জন নারী এবং তিনজন স্থানীয় নাগরিকও রয়েছেন এবং তাদের সকলের বয়ন ১২ থেকে ৬০ বছরের মধ্যে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, অভিযানটি কেএল স্ট্রাইক ফোর্সের অধীনে পাঁচটি আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত প্রয়াস ছিল। পুত্রজায়া, সেলাঙ্গর এবং নেগ্রি সেমবিলানের ইমিগ্রেশন অফিস, পুলিশ এবং কুয়ালালামপুর সিটি হলের সহায়তায় ১৭০ জন আইন প্রয়োগকারী কর্মী এতে অংশ নেন।

অভিযানের সময়, অবৈধ অভিবাসীরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করলেও সফল হয়নি। কর্মকর্তাদের সাথে আটক ব্যক্তিদের কয়েকজনকে তর্ক করতে দেখা যায়, আবার অনেককে কাঁদতে দেখা যায়। তবে, শেষ পর্যন্ত সবাইকে ইমিগ্রেশন বিভাগের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

সংবাদ সম্মেলনে ওয়ান মোহাম্মদ সাউপি বিদেশিদের, বিশেষ করে অবৈধ অভিবাসীদের, কঠোর আইনি ব্যবস্থা এড়াতে চলমান অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

সূত্র: এনএসটি অনলাইন

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com