কানাডার অন্টারিওতে ডলি বেগমের টানা তৃতীয়বারের বিজয়

কানাডার অন্টারিওতে ডলি বেগমের টানা তৃতীয়বারের বিজয়
প্রকাশিত

বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম তৃতীয় বারের মতো কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক সংসদ সদস্য (এমপিপি) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর প্রার্থী হিসেবে ৪২.৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন।

নির্বাচনে জয়ী হওয়ার পর ডলি বেগম তার বিজয়কে সমর্থক, দল এবং স্কারবোরো অঞ্চলের মানুষের জন্য উৎসর্গ করেন। তিনি বলেন, "এ জয় পুরো দল এবং স্কারবোরোর জন্য। আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা পুরো নির্বাচনজুড়ে কঠিন লড়াইয়ে পাশে ছিলেন।"

ডলি বেগম ২০১৮ সালে প্রথমবারের মতো অন্টারিও প্রাদেশিক নির্বাচনে জয়ী হন। এরপর ২০২২ সালে দ্বিতীয়বার এবং এবার তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অন্টারিও নিউ ডেমোক্র্যাটিক পার্টির একজন সক্রিয় সদস্য এবং স্কারবোরো অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

ডলি বেগমের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার সদর উপজেলার মনূমূখ ইউনিয়নে। শৈশবে পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি জমান তিনি। তার বেড়ে ওঠা অন্টারিওর স্কারবোরোতে। তিনি টরন্টোর ডব্লিউ এ পোর্টার কলেজিয়েট ইনস্টিটিউটে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ডলি বেগমের এই বিজয় কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। তার নির্বাচনী সাফল্য বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com