২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৯৪ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৯৪ জন
প্রকাশিত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৪ জন রোগী। সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১৫৭। তবে এদিন দেশের কোথাও মৃত্যু নেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার (২৩ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এদিকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) অনুষ্ঠিত কনটিনিউইং মেডিকেল অ্যাডুকেশন (সিএমই) অনুষ্ঠানে ‘ডেঙ্গু গাইডলাইন ২০২৫: হোয়াট হ্যাজ চেঞ্জড’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান।

এ অনুষ্ঠানে ডেঙ্গুর চিকিৎসায় অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, স্টেরয়েড ও ঘরোয়া প্রতিকার ব্যবহারের পরিবর্তে পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার গ্রহণ এবং প্যারাসিটামল ব্যবহারের ওপর জোর দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৫৭ জন আক্রান্ত হয়েছেন। এ বিভাগে হটস্পট বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৫ জনে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন। স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৮০ জন, বেতাগী উপজেলায় ২ জন, আমতলী উপজেলায় ১ জন, বামনা উপজেলায় ৬ জন এবং পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com